মূল কনটেন্টে যান
GPISP

গাজীপুর আইএসপি এন্ড সফটওয়্যার ফার্ম

গাজীপুরের দ্রুততম ইন্টারনেট

শর্তাবলী

গাজীপুর আইএসপি এন্ড সফটওয়্যার ফার্ম ইন্টারনেট সংযোগ গ্রহণ ও ব্যবহারের জন্য প্রযোজ্য শর্তাবলী।

ধারা–১ : প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা

  • ১.১ সংযোগ গ্রহণের সময় গ্রাহককে নিম্নবর্ণিত কাগজপত্র প্রদান করতে হবে—
    • ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
    • জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
    • প্রতিষ্ঠান হলে বৈধ ট্রেড লাইসেন্সের কপি (সিল ও স্বাক্ষরসহ)
    • বিদেশি নাগরিকের ক্ষেত্রে পাসপোর্টের কপি
  • ১.২ ১৮ (আঠারো) বছরের নিচে গ্রাহকের ক্ষেত্রে বৈধ অভিভাবকের স্বাক্ষর বাধ্যতামূলক।

ধারা–২ : সংযোগ ও অর্থপ্রদানের শর্তাবলী

  • ২.১ নতুন সংযোগ গ্রহণের সময় নির্ধারিত সংযোগ/সার্ভিস চার্জ প্রদান করতে হবে, যা অফেরতযোগ্য।
  • ২.২ ইন্টারনেট বিল অগ্রিম ভিত্তিতে পরিশোধযোগ্য। সংযোগ গ্রহণের সময় সার্ভিস চার্জ ও প্রথম মাসের বিল একসাথে পরিশোধ করতে হবে।
  • ২.৩ প্রতি মাসের বিল মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে।
  • ২.৪ সংযোগ পুনরায় চালু করতে হলে সংশ্লিষ্ট মাসের সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে।
  • ২.৫ সংযোগ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। স্থানান্তরের জন্য অতিরিক্ত যন্ত্রপাতি বা ক্যাবলের প্রয়োজন হলে সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ গ্রাহক বহন করবেন।
  • ২.৬ সরকার কর্তৃক নির্ধারিত ৫% ভ্যাট বা অন্যান্য প্রযোজ্য কর গ্রাহক বহন করতে বাধ্য থাকবেন।
  • ২.৭ ১ম পক্ষ প্রয়োজনে ৩০ (ত্রিশ) দিনের পূর্ব নোটিশ প্রদান সাপেক্ষে মাসিক বিল, সার্ভিস চার্জ বা অন্যান্য ফি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

ধারা–৩ : ইন্টারনেট স্পিড ও ব্যবহার নীতিমালা

  • ৩.১ ইন্টারনেট স্পিড “Up to” ভিত্তিতে প্রদান করা হয়। আন্তর্জাতিক গেটওয়ে, কনটেন্ট সার্ভার, নেটওয়ার্ক লোড বা অনিবার্য কারণে স্পিড কম-বেশি হতে পারে।
  • ৩.২ অতিরিক্ত বা অস্বাভাবিক ব্যান্ডউইথ ব্যবহার (যেমন ২৪/৭ ভারী ডাউনলোড, সার্ভার হোস্টিং, টরেন্ট সিডিং ইত্যাদি) সনাক্ত হলে ১ম পক্ষ Fair Usage Policy (FUP) অনুযায়ী সাময়িকভাবে স্পিড সীমিত বা সংযোগ নিয়ন্ত্রণ করার অধিকার রাখে।

ধারা–৪ : বিক্রয়োত্তর সেবা (Customer Support)

  • ৪.১ প্রতিদিন সকাল ৯:০০টা থেকে রাত ১০:০০টা (09:00 AM – 10:00 PM) পর্যন্ত অফিসে সরাসরি গ্রাহক সেবা প্রদান করা হবে।
  • ৪.২ প্রতিদিন সকাল ৯:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত মোবাইল/হটলাইন নম্বরের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে।
  • ৪.৩ বিল সংক্রান্ত সমস্যা, স্পিড পরিবর্তন, সংযোগ সাময়িক বন্ধ বা যেকোনো অভিযোগের জন্য শুধুমাত্র নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। অন্য কোনো নম্বরে করা অভিযোগ গ্রহণযোগ্য নয়।

ধারা–৫ : যন্ত্রপাতি ও নিরাপত্তা

  • ৫.১ ১ম পক্ষ কর্তৃক সরবরাহকৃত ONU, ক্যাবল ও অন্যান্য নেটওয়ার্কিং যন্ত্রপাতি ১ম পক্ষের সম্পত্তি হিসেবে গণ্য হবে। তবে রাউটার গ্রাহকের নিজস্ব সম্পত্তি বলে বিবেচিত হবে, যদি না রাউটারটি ১ম পক্ষ কর্তৃক ভাড়া বা চুক্তিভিত্তিকভাবে সরবরাহ করা হয়ে থাকে।
  • ৫.২ সংযোগ বিচ্ছিন্নের সময় ১ম পক্ষের মালিকানাধীন যন্ত্রপাতি গ্রাহককে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। ক্ষতিগ্রস্ত বা ফেরত না দিলে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।
  • ৫.৩ উচ্চ ভোল্টেজ, বজ্রপাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রাহকের ডিভাইস ক্ষতিগ্রস্ত হলে ১ম পক্ষ দায়ী থাকবে না। গ্রাহক নিজ দায়িত্বে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন।

ধারা–৬ : গ্রাহকের দায় ও দায়িত্ব

  • ৬.১ গ্রাহক তার ব্যক্তিগত তথ্য ও ডেটার নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করবেন।
  • ৬.২ ১ম পক্ষের লিখিত অনুমতি ব্যতীত গ্রাহক সংযোগ শেয়ার, পুনঃবিতরণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন না।
  • ৬.৩ এই শর্ত লঙ্ঘিত হলে ১ম পক্ষ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আরোপের অধিকার সংরক্ষণ করে।

ধারা–৭ : সংযোগ বিচ্ছিন্নকরণ

  • ৭.১ সংযোগ সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে চাইলে অন্তত ১ (এক) মাস পূর্বে লিখিতভাবে ১ম পক্ষকে অবহিত করতে হবে।
  • ৭.২ সংযোগ বিচ্ছিন্নের ক্ষেত্রে আংশিক মাস বা দৈনিক বিল প্রযোজ্য নয়।
  • ৭.৩ চলতি মাসে সংযোগ বন্ধ করলে উক্ত মাসের সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে।
  • ৭.৪ গ্রাহকের কোনো বকেয়া থাকলে তা আদায়ের জন্য ১ম পক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং সংশ্লিষ্ট সকল খরচ গ্রাহক বহন করবেন।

ধারা–৮ : প্রাকৃতিক দুর্যোগ ও দায়মুক্তি

  • ৮.১ প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা অন্যান্য অনিবার্য কারণে সংযোগ বিঘ্নিত হলে ১ম পক্ষ দায়ী থাকবে না।
  • ৮.২ এ ধরনের ক্ষেত্রে মাসিক বিলের কোনো ছাড় বা ফেরত প্রযোজ্য হবে না।

ধারা–৯ : আইনগত ও নৈতিক ব্যবহার

  • ৯.১ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে কোনো প্রকার বেআইনি, অনৈতিক বা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত হবেন না।
  • ৯.২ এ ধরনের কর্মকাণ্ডের জন্য গ্রাহক নিজ দায়িত্বে সকল আইনগত দায় বহন করবেন।

ধারা–১০ : তথ্য সংরক্ষণ ও আইনগত সহযোগিতা

  • ১০.১ গ্রাহকের তথ্য বাংলাদেশের প্রচলিত আইন ও BTRC নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করা হবে।
  • ১০.২ আইনশৃঙ্খলা বাহিনীর লিখিত আদেশ ব্যতীত কোনো তথ্য তৃতীয় পক্ষকে প্রদান করা হবে না।

ধারা–১১ : ডিজিটাল গ্রহণযোগ্যতা

  • ১১.১ অনলাইন আবেদন, SMS/WhatsApp/Email কনফার্মেশন বা ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে এই চুক্তিপত্র আইনগতভাবে বৈধ বলে গণ্য হবে।

ধারা–১২ : অতিরিক্ত সেবা ও সার্ভিস চার্জ

  • ১২.১ সংযোগ স্থাপনের পর গ্রাহকের অনুরোধে বা গ্রাহকজনিত কারণে অতিরিক্ত সেবা প্রদান করা হলে নিম্নবর্ণিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে—
    • অতিরিক্ত ক্যাবল (UTP Cable): প্রতি মিটার ২৫/- টাকা
    • রাউটার সেটআপ / রিসেট কনফিগারেশন: ২০০/- টাকা (গ্রাহক কর্তৃক রাউটার রিসেট বা ভুল কনফিগারেশনের ক্ষেত্রে)
    • রাউটার পাসওয়ার্ড পরিবর্তন: ১০০/- টাকা (অফিস থেকে টেকনিশিয়ান পাঠাতে হলে)
    • প্রিমিয়াম / জরুরি সাপোর্ট: ২০০/- টাকা (অনুরোধ প্রাপ্তির ৩০ মিনিটের মধ্যে টিম উপস্থিত হবে)
  • ১২.২ উপরোক্ত সেবাসমূহ সাধারণ মাসিক বিলের আওতাভুক্ত নয়।
  • ১২.৩ ১ম পক্ষ প্রয়োজন অনুযায়ী পূর্ব নোটিশ প্রদান সাপেক্ষে উপরোক্ত সার্ভিস চার্জ সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।